জালাল আহমদ, ঢাবি থেকে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান বলেছেন, জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠন ও তথ্য বিকৃতি রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বাল্যকালের স্মৃতি স্মরণ করে বলেন,ছোটকাল হতে আমি কুইজের প্রতি খুব আগ্রহী ছিলাম।কুইজ নিয়ে কোন সংগঠন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় তা দেখিয়ে দিয়েছে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কুইজের মাধ্যমে জ্ঞান আহরণ করতে হবে।তথ্য বিকৃতি রোধে কুইজারদের কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।আজ বিকালে ঢাবির আরসি মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি কর্তৃক আয়োজিত ৩য় অন্ত: বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি খন্দকার শফিক রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাব্বত হোসাইনের পরিচালনায় আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড. নাদির জুনাইদ, কুইজ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান প্রমুখ।