হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হোস্টেল চালুসহ শিক্ষার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ৬ নভেম্বর বিকাল ৪টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে সভাপতি মাহাবুব মোরশেদের সভাপতিত্বে ও সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ডা: সাইফুদ্দিন খালেদ, জাফর সাদেক, জামাল হোছাইন, বেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শ্বেতলাল চন্দ্র দাশ, মৌলভী আবুল হোছাইন ফেরদৌসী, নিলুফার ইয়াসমিন মুক্তা। সহকারী শিক্ষক কায়সার হেলাল, মনোয়ার হোসেন, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, বাবলু চৌধুরী ও শাহিদুর রহমান খাঁন এসময় উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফল করার লক্ষ্যে আগামী ১০ নভেম্বর থেকে হোষ্টেল চালু করা, সকল ছাত্রের হোষ্টেলে থাকা বাধ্যতামূলক করা এবং ছাত্রীদের এসিটি ক্লাসের আওতায়ায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্কুলের লেখা-পড়াসহ সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।