আবুল কাশেম সাগর, রামু:
রামু কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করলেন কক্সবাজার সদর রামু আসনের এমপি আলহাজ্ব সাইমমু সরওয়ার কমল। গতকাল ৭ই নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় রামু কলেজ প্রঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইমুন সরওয়ার কমল বলেন, রক্তদান একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে সমাজে গরীব, অসহায় মানুষ বাচাঁর স্বপ্ন দেখায়। রামু ব্লাড ডোনার সোসাইটি একটি মহৎ সংগঠন , আমি তাদের এ কাজের সফতা ও আগামী দিনে সকল কর্মকান্ডে পাশে থাকব বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক।
সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহরিয়াদ এর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নিজামুল হক, অধ্যাপক আবু তাহের, বিএম শাখার প্রধান শহিদুল হক কাজল, ইসরাত জাহান কাকলী।
উপস্থিত ছিলেন, রামু ব্লাড ডোনার সোসাইটি সদস্য আফরাহি, সালেক উদ্দিন, লোকমান, মামুন, নোমানসহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে নয় শত শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।