সিবিএন:
কক্সবাজার শহরের বিভিন্ন মাদক স্পটে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৮নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের সমিতিপাড়া, বিজিবি ক্যাম্প, কলাতলীতে পৃথক অভিযানে হাতেনাতে ৫০০ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো- কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকা থেকে ২০০ ইয়াবাসহ ওই এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে মুজিবুর রহমান প্রকাশ মুন্না (২২) এবং কলাতলী লাইটহাউজ ফাতেরঘোনা এলাকা থেকে ৩০০ ইয়াবাসহ মুজিবুর রহমানের ছেলে ছালামত উল্লাহ (৩০)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদের নেতৃত্বে অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমেন মন্ডল, ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমেন মন্ডল জানান, সাঁড়াশি অভিযানের খবরে মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে। অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট আইনের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শহরে বিভিন্ন মাদক স্পটে সাঁড়াশি অভিযান: ৫০০ ইয়াবাসহ দুইজন আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।