প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফে ২৩ বিএনপি নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এক বিবৃতিতে এই দাবি জানান ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টেকনাফের হোয়াইক্যং বিএনপির উত্তর শাখা সাধারণ সম্পাদক হাজী মৌলভী ফিরোজ (ফেরদৌস), সিনিয়র সহ-সভাপতি খায়রুল আমিন ও যুবদলের উত্তরের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার ইসলামসহ বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট, ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যে কোনো উদ্ভুত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চলমান আন্দোলন রোধ করা যাবে না। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।
টেকনাফে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জেলা বিএনপির
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।