তরুণ প্রজন্মমের অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার বিকেলে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রিপোর্টর্স ইউনিটি কক্সবাজার ও কক্সবাজারে কর্মরত সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পুর্বপশ্চিমবিডি নিউজের কক্সবাজার প্রতিনিধি সাইফুল আলম বাদশার সঞ্চালনায় ও রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মানব কন্ঠে’র কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, জিটিভি’র কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, এটিএন নিউজের কক্সবাজার প্রতিনিধি অর্পন বড়–য়া প্রমূখ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বকোণের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, স্থানীয় দৈনিক দেশ-বিদেশের স্টাফ রিপোর্টার রাশেদুল আলম রিপন, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশ ও কক্সবাজারের পথশিুদের কল্যাণমূলক সংগঠন “নতুন জীবন”র সমন্য়ক মরিয়ম আলম নুপুরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধানের দাবিতে মানববন্ধনে অংশগ্রহন করেন কক্সবাজারের একদল ছিন্নমূল পথশিশু। এসব পথশিশু মূখে কালো কাপড় পড়ে প্রতিবাদ জানান।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, গুম, নিখোঁজের সংবাদ আমরা আর শুনতে চাই না। এভাবেই চলতে থাকলে সাংবাদিকদের গণতন্ত্র পদদলিত হবে। সাংবাদিক স্বাভাবিক জীবন যাপনে বাধা গ্রস্ত হবে। নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে সুস্থভাবে ফিরিয়ে দিতে সরকারের কাছে আহবান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।