জালাল আহমদ,ঢাবি থেকে:

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,’ শিক্ষা ও সামাজিক উন্নয়নে বৃত্তি প্রদান করাটা হচ্ছে অমূল্য বিনিয়োগ। ঢাবির শিক্ষার্থীরা খুবই মেধাবী। এসব শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ ও সক্ষমতা যদি আমরা দিতে পারি তাহলে তারা বহুদূর এগিয়ে যাবে’। বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেছেন,’জেন্ডার সমতা অর্জনে বাংলাদেশ বহু দূর এগিয়ে গেছে। আমরা আরো এগিয়ে যেতে চায় ‘।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আখতারুজ্জামান বলেছেন,ঢাবির শিক্ষার্থীরা যখন কোন জায়গায় সফলতা অর্জন করে তখন ভিসি হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে আমি আনন্দ অনুভব করি।তিনি আরো বলেন, ‘ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের বৃত্তি প্রদান আমাদের শিক্ষার্থীদের কে সামাজিক উদ্যোক্তা হতে অনুপ্রেরণা জোগাবে।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস. কে. সুর চৌধুরী বলেছেন,’সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে এ দেশ শিক্ষা – দীক্ষায় বহুদূর এগিয়ে যাবে’। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঢাবিতে অধ্যয়নরত মেধাবী,অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের সহ- সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মো: আবু কাউসার। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণী তুলে ধরেন সংগঠনের মহাসচিব রঞ্জন কর্মকার । এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার,এসিআই লিমিটেড এর চেয়ারম্যান এম আনিস উদ- দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপপনা পরিচালক এবং সিইও আলী রেজা ইফতেখার, পুবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ, শিক্ষানুরাগী মাহফুজা চৌধুরী বাবলী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনহা পিপলস্ এনার্জি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান সিনহা, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, সফ্টেক্স সুয়েটার ইন্ডাস্ট্রিজ (pvt) লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, জমির উদ্দিন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল বাশার খান। এ বছর ৫২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।