এম.মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে যুবলীগের গৌরব উজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।পৌরশহরের ভরামুহুরীস্থ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচী শুর হয়।চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরের সঞ্চলানায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এম এ।তিনি বলেন,১৯৭২সালে যুদ্ধ বিধ্বস্থ দেশকে পূর্ণগঠন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদেশে তরুণদের খুঁজে বের করে বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্টা করেছিল বঙ্গবন্ধুর পুত্র শেখ ফজলুল হক মনি।আজ সেই যুবলীগের অনেক ত্যাগ-তীতিক্ষা পেরিয়ে ঐতিহ্যের ৪৫তম বর্ষ উদযাপন করতে যাচ্ছে।বঙ্গবন্ধুর ডাকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম।তিনি চেয়েছিলেন এদেশকে  একটি সোনার বাংলা হিসেবে প্রতিষ্টা করতে।আজ দেশ তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।জননেত্রী শেখ হাসিনা যদি এদেশের প্রধানমন্ত্রী হিসেবে না থাকতেন তাহলে রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ জঙ্গীবাদের হাতে চলে যেত।তাই আগামীতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে যুবলীগের অগ্রণী ভুমিকা রাখতে হবে।তিনি আরো বলেন,সরকারের উন্নয়নের মহাপরিকল্পনার কথা প্রতিষ্টা বার্ষিকীতে আসা যুব সমাজের মাঝে তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন সর্ম্পকে সাধারণ জনগণকে ব্যাপকহারে অবহিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।এবং শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।অনুষ্টানের প্রধান বক্তা ছিলেন,জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন।এতে বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি কাউন্সিলর মুজিবুল হক মুজিব,কামরুল হাসান কাইছার,জাবেদ হোসেন পুতুল,মহিদুল ইসলাম,যুগ্ন সম্পাদক মো.রাসেল,শফিউল আজম,সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ,রাফায়েত সিকদার,তারেকুল ইসলাম চৌধুরী,ফরহাদ হোসেন পার্কেল,অর্থ সম্পাদক আজিজুল হক,দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন,স্বাস্থ্য সম্পাদক মাহমুদুল হক চৌধুরী তফসির,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তহিদুল ইসলাম মিঠু,সহ সমসম্পাদক তহিদুল ইসলাম,যুবলীগের সদস্য আবদু রশিদ হায়দার,ওসমান গণি,নাঈমুল সিকদার প্রমূখ।প্রতিষ্টা বার্ষিকীতে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হন।