সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) :

চকরিয়া উপজেলার খুটাখালীতে বন্য হাতির আক্রমনে মো: ইছহাক (৫০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকায় ঘটে এ ঘটনা। মো: ইছহাক একই এলাকার মৃত নুরুল আলমের পুত্র।

জানা গেছে, ঐদিন রাতে মো: ইছহাক ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। গভীর রাতে ৪/৫টি বন্য হাতির দল লোকালয়ে এসে তার ধান ক্ষেত নষ্ট করার সময় সে টং ঘর থেকে নেমে হাতি তাঁড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে দলের একটি হাতি তাকে সুড় দিয়ে পেচিয়ে দুরে ধানক্ষেতে ছুড়ে মারেন এতে সে বুকে-পায়ে আঘাত পায়। খবর পেয়ে স্থানীয় লোকজন রাতে তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেধাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতি রাতে হাতির দল লোকালয়ে এসে ধান ক্ষেত নষ্ট করছে। মুলত খাদ্যর অভাবে হাতি লোকালয়ে চলে আসছে। হাতির নির্দিষ্ট আবাসস্থল না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। তারপরও বনবিভাগ হাতির নিরাপত্তায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।