ইমরান হোসাইন, পেকুয়া{
পেকুয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে ১দিন করে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার (১২নভেম্বর) দুপুরে পেকুয়া জিএমসি ইন্সটিটিউশন ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষকরা হলেন, রাজাখালী ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শওকত মোঃ আলমগির ও উজানটিয়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক রহিম উল্লাহ। তারা উভয়েই পেকুয়া জিএমসি ইন্সটিটিউশন হলে দায়িত্ব পালন করছিলেন।
পেকুয়া জিএমসি ইন্সটিটিউশনের হল সুপার ও ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।