এম.এ আজিজ রাসেল:
শহরের খাবার কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত। ১১ নভেম্বর রোববার সকালে বিজিবি ক্যাম্প, বাস টার্মিনাল ও পিএমখালী এলাকায় তিনটি কারখানায় এই অভিযান চালানো হয়। নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম, কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির অভিযোগে বাসটার্মিনাল এলাকার নিউ ঢাকা ফুডস প্রোডাক্টস নামে একটি বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শহরের সাবমেরিন ক্যাবল এলাকার বেলাল উদ্দিন নামে এক ব্যক্তির সাথী আইসবার নামে আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, বিএসটিআই’র অনুমতি না পাওয়া পর্যন্তওই দুই কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।