অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে সম্প্রতি পরিচালিত সেনা অভিযানের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা জেনারেল মং মং সো’র বদলির আদেশ দেয়া হয়েছে। তবে ঠিক কি কারণে তাকে সরিয়ে নেয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয় নি। ব্রিগেডিয়ার জেনারেল সো টিন্ট নাইং তার স্থলাভিষিক্ত হয়েছেন। এ খবর দিয়েছে রয়টার্স। খবরে বলা হয়, তাকে রাখাইনের পশ্চিমাঞ্চলীয় প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে নতুন করে কোন দায়িত্ব দেয়া হয় নি।
সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত ধর্ষণ ও অন্যান্য অপারাধের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে মিয়ানমারের সেনা কর্মকর্তা মেজর জেনারেল আয়ে লিন রয়টার্সকে বলেন, তাকে কেন বদলি করা হলো তা আমি জানি না। বর্তমানে তাকে অন্য কোথাও স্থানান্তরিত করা হয় নি। ‘রিজার্ভে’ রেখে দেয়া হয়েছে। মেজর লিন জানান, ১০ই নভেম্বর এই বদলির আদেশ দেয়া হয়।
রাখাইন অভিযানের জেনারেলকে বদলির আদেশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।