প্রেস বিজ্ঞপ্তি :
রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয় জেএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহজাহান আলি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি সেখানে যান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম।
এসময় গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলাম, কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন টুক্কু প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখতে যান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।