কাদের হোছাইন, ডুলাহাজারা;

মালেশিয়া থেকে শাহাজাহান নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপনের দাবী করার অভিযোগ করেছেন ফাতেমা বেগম নামের এক বিধবা মহিলা।
লোহাগাড়া উপজেলার কিয়াজুপাড়ার বাসিন্দা বর্তমানে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পুলিশফাঁড়ী সংলগ্ন এলাকায় বসবাসরত ফাতেমা বেগম নামের এক বিধবা মহিলা জানান তার একমাত্র পুত্র সন্তান হচ্ছে শাহাজান।

উক্ত বিধবা মহিলা কান্নায় ভেঙ্গে পড়ে জানান, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা গ্রামে বসবাসরত বার্মাইয়া ডাক্তার জয়নাল উদ্দীন ও টেকনাফের বাসিন্দা রবি নামের একটি সিন্ডিকেট তার পুত্রকে বিগত ২বছর পূর্বে পুষলিয়ে মালেশিয়ায় নিয়ে যায়। পরবর্তী থেকে তার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যায় ডাঃ জয়নালের স্ত্রী খোরশিদা। এরই ফাঁকে জয়নালের স্ত্রী খোরশিদা আরো ২লাখ টাকা দাবী করে প্রতিনিয়ত তার বাড়ীতে আসা-যাওয়া করত। এত টাকা দিতে অপরগতা প্রকাশ করায় খোরশিদা দেখে নেবে বলে তাকে হুমকী দিয়ে চলে যায়। চলে যাওয়ার ৫মাসের মাথায় ডাঃ জয়নাল তার পুত্র শাহাজানকে মালেশিয়ার কর্মস্থল থেকে ১মাস পূর্বে অপহরণ করে নিয়ে যায়। গোপন সূত্রে সংবাদ পায় যে , তার পুত্রকে ফিরে পেতে জয়নালের স্ত্রীকে ২লাখ টাকা দিতে হবে। অন্যথায় শাহাজানের লাশও পাবে না। এ নিয়ে শাহাজানের মা ছেলের সন্ধ্যানে এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে বেড়াচ্ছে।