আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থী ২০১৭ এর বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় স্কুলের শ্রেনী কক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবুল কালামের সভাপতিত্বে সহকারি শিক্ষক হাবীব উল্লাহর পরিচালনায় অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলম বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম কামাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসি কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস, উপজেলা সহ-কারী শিক্ষা অফিসার আশীষ বোষ, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ছেবর আলম।

বিদায়ী সংবর্ধনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। সেই শিক্ষা অর্জন করতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সরকার শিক্ষাকে অগ্রাধিকার ও সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রাথমিক স্থর থেকে শিক্ষার্থীরা যাতে আধুনিক ও মানসম্মত শিক্ষায় গড়ে উঠে সে লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে সু শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকায় শিক্ষার আলো ছড়াতে হবে।

সভায় পিএসসি পরিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।