ইমাম খাইর, সিবিএন:
সদরের ঈদগাঁও এবং জালালাবাদ থেকে ১২ জন রোহিঙ্গাসহ এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে জেলা প্রশাসনের বিশেষ টিম। আটক এনজিও কর্মীকে বাংলাদেশ দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ বিধি অনুযায়ী এসডিআই কর্মী জাহেদুল ইসলামকে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নোমান হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান চলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন সিবিএনকে জানান, আটক রোহিঙ্গাদের ক্যাম্পে প্রেরণ করা হবে। তবে, আপাততঃ তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা বাড়ীর মালিক রোহিঙ্গা বা রোহিঙ্গা পরিবারকে আশ্রয় দিলে- কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।