প্রেস বিজ্ঞপ্তি:
জেলার ঐতিহ্যবাহী রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পি.ই.সি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, অনলাইন নিউজ পেপার “নিউজকক্স২৪ ডটকম” সম্পাদক বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও বৌদ্ধ ধর্মীয় নেতা দুলাল বড়–য়া।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রামু উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান (ভাঃ) ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সম্ভাষণ সভায় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়–য়া।
এর আগে বিদায়ী শিক্ষার্থিদের সাথে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
শিক্ষক সংকেশ বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক অনু প্রভা রুদ্র, মোজাফ্ফর আহমদ, উষা বড়–য়া, নিরুপমা বড়–য়া, মনিকা বড়–য়া, জিটু বড়–য়া, রোজিনা আকতার ও কর্মচারি রুমন বড়–য়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদায়ী ছাত্র নাহিদুল ইসলাম।
রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পি.ই.সি) পরীক্ষায় মোট ১১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।