মাহবুবুর রহমান:
অনূর্ধ-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় কুমিল্লা জেলা কে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল। কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শনিবার সকালে ফাইনাল খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করে চট্টগ্রাম জেলা দল,তারা নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। এতে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান রে রুবায়েদ আজম,পরে ১৮৫ রানের ফাইটিং স্কোল তাড়া করতে নেমে কুমিল্লা জেলা দলের খেলোয়াড়রা মাত্র ৮৩ রানে সব উইকেট হারিয়ে গুটিয়ে যায়। ফলে ১০১ রানে জয়ী হয় চট্টগ্রাম জেলা দল।
বিজয়ী দলের পক্ষে মাহতাব ৩, রুবায়েদ ২ ইউকেট লাভ করে। আর কুমিল্লার পক্ষে মহসিন সর্বোচ্চ ২২ রান করে। পরে বিকাল ৪ টায় কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহিদুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হারুন উর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু,মহেশখালী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট সমন্নয়কারী আশরাফুল আজিজ সুজন।