শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের ঈদগাঁও চাল বাজার সড়কে পয়ঃনিষ্কাশন সমস্যায় দূর্ভোগ বাড়িয়ে দিয়েছে বাজারবাসীর। যার কারণে মলমূত্র ধৌত হয়ে পানিসহ রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ সমস্যা বেড়েছে বলে জানান স্থানীয় বাজার ব্যবসায়ীরা। দীর্ঘ ২ মাস ধরে এ সংকট সমাধানের উদ্যোগ না নেওয়ায় দিন দিন ক্ষুদ্ধ হয়ে উঠেছে এ সড়ক দিয়ে যাতায়াতরত এলাকাব ও বাজারবাসীরা। সরেজমিন দেখা যায়, কালি মন্দির সড়ক নামে পরিচিত চাউল বাজার সংলগ্ন এলাকায় ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগারের যতসব মলমূত্র ধৌত পানি বাজারের ড্রেন উপচে পড়ে সড়ক দিয়ে বয়ে যাচ্ছে। এমনকি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাফেরা ও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটিকে একাধিকবার বলার পরেও সমাধানের উদ্যোগ নেয়নি। স্থানীয় মুসল্লী মমতাজ আহমদ জানান, ঐ সড়ক দিয়ে নামাজ পড়তে যেতে ভয় লাগে। যেহেতু জলাবদ্ধতার স্তুপ থেকে ছিটকে পড়ে গায়ে লাগছে।

ব্যবসায়ী ফারুক জানান, তার দোকানে আগত ক্রেতারা প্রতিনিয়ত এ নোংরা পানি ছিটকার শিকার হচ্ছে।

জানা যায়, বাজারের বিভিন্ন অলিগলি ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ীদের অধীনে উঁচু করা হলে ঐ কালভার্টটি নিচে পড়ে যায়। যার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির খাম খেয়ালীপনার কারণে বাজারে আগত সওদাপতিদের দূর্ভোগে পড়তে হচ্ছে। বাজারে সুনির্দিষ্ট কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মসজিদে মলমূত্র ধৌত পানিগুলো যাওয়ারও কোন ব্যবস্থা নেই। এ কারণে ঐ সড়কে জলাবদ্ধ হয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উল্লাহ মিয়াজির মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।