মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও :
সমুদ্র নগরী কক্সবাজার জেলাস্থ সদরের ছোট একটি মফস্বল শিল্পনগরী ইসলামপুর ইউনিয়নের হাজারো অতি সাধারণ বালকদের সমন্বয়ে গঠিত ইসলামপুর সমাজ কল্যাণ ছাত্র সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও সফলভাবে স্কলারশিপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৭ নভেম্বর সকাল ১০টায় ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ স্কলার শিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউনিয়নসহ পাশর্^বর্তী এলাকাসহর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৮ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শনে যান ইসলামপুর ইউনিয়নের সাবেক ২ চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের ও মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এম.এ নজিব আহমদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান আজাদ, স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন কায়ছার, জান্নাতুল ফেরদৌস, শিক্ষক আবদুল কাদের, মিল মালিক সদস্য জাহাঙ্গীর আলম কোম্পানী, মাষ্টার শফিউল আলম ও ইসলামপুর পরিবার পরিকল্পনা সদস্য আবছার কামাল। এছাড়া সমাজ কল্যাণ ছাত্র সংসদের কার্যকরী পরিষদের সদস্যরা হলরুমে দায়িত্ব পালন করলেও সভাপতি সাজেদুল ইসলাম একটি প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় স্বচ্ছ্বতা বজায় রাখতে তিনি হলরুমে প্রবেশ করেন। বিগত ৭ বছর যাবত এ ছাত্র সংগঠনটি এ স্কলারশিপ বৃত্তি পরীক্ষা চালিয়ে আসছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই। ইসলামপুর ইউনিয়নকে শিল্পনগরীর পাশাপাশি শিক্ষার দিক দিয়েও যেন কক্সবাজার জেলায় এগিয়ে থাকে। ৩০ সদস্য বিশিষ্ট এ কার্যকরী পরিষদ হাটি হাটি পা পা করে ইউনিয়নের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানকেও এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছে। ভবিষ্যতে আরো পাশর্^বর্তী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানকেও এ বৃত্তি পরীক্ষার আওতায় আনা হবে বলে এ প্রতিবেদককে জানান সেক্রেটারী কায়েস। ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম শ্রেণী ৭০ জন, ২য় শ্রেণী ৪৫ জন, ৩য় শ্রেণী ৬২ জন ও ৪র্থ শ্রেণীতে ৮১ জন। এসএসসি ও জেডিসির ন্যায় একটি বিশেষ কোড ব্যবহার করে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে যাতে কোন শিক্ষক নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাতাও যেন চিনতে না পারে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নং নি¤œরূপ ঃ ট্যালেন্টপুল – ১৭২২১, ১৭২০২, ১৭৭৪, ১৭২২৩, ১৭২০১, ১৭২০৯, ১৭২২০, ১৭১৯৮, ১৭২৩২, ১৭২২২, ১৭১৯৫, ১৭২৩৪, ১৭২০৪ ও ১৭২১১ (১৪ জন)। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের রোল নং নি¤œরূপ ঃ ১৭৪৮, ১৭১৩৮, ১৭১৯১, ১৭১৯৬, ১৭১৯২, ১৭১৬, ১৭২১৫, ১৭২০৮, ১৭২২, ১৭২১০, ১৭২১৭, ১৭২১২, ১৭২১৩, ১৭২০৭, ১৭৭৭, ১৭৭৬, ১৭৫৫, ১৭৫২, ১৭৩২, ১৭১১১, ১৭৬৮, ১৭২৪৯, ১৭১২১, ১৭৪৭, ১৭৩৩, ১৭১৫৩, ১৭২১৮, ১৭১০৪, ১৭১৪৮, ১৭২১৭, ১৭৯৫, ১৭২১৯, ১৭১৫১, ১৭১৪৯, ১৭১৫৪, ১৭১৫২, ১৭৭১, ১৭৮২, ১৭৮১, ১৭৮৪, ১৭১৫০, ১৭১৪, ১৭২৩৮, ১৭১৮০, ১৭৮৩, ১৭১২৫, ১৭৯০, ১৭২৭, ১৭১২২, ১৭৭, ১৭১৮৭, ১৭৮৯, ১৭৮৮, ১৭৮৭, ১৭১৫৭, ১৭১৬৭, ১৭১৬৬, ১৭২৩০, ১৭২৩৩, ১৭২৩৫, ১৭৪, ১৭৫, ১৭৩, ১৭৬৪, ১৭১৭৩, ১৭১৬৪, ১৭৯২, ১৭১০১, ১৭২৫১, ১৭১১৯, ১৭৪৪, ১৭২৪, ১৭১৩, ১৭৮০, ১৭২৩, ১৭৩৬, ১৭৩৫, ১৭২৫৪, ১৭২৫৩, ১৭১১৩, ১৭৫৬, ১৭২২৫, ১৭২২৪, ১৭২২৬, ১৭২২৭, ১৭১০, ১৭১১, ১৭১৭০, ১৭১৬৯, ১৭২২৯, ১৭১৬৮, ১৭২২৮, ১৭১২৩ ও ১৭১২৬ (৯৪ জন)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।