এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকিরয়া উপজেলার ঢেমুশিয়ায় সরকারী প্রথমিক বিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬দিন বন্ধ দিয়েছে শিক্ষকরা। উপজেলা অথবা জেলা শিক্ষা অফিসকে অবহিত না করে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষা প্রতিষ্ঠান ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিক্ষুদ্ধ অভিভাবক। স্কুলটি বন্ধ দিয়ে বাড়ীতে বিশ্রামে আছেন শিক্ষক। চকরিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিম ঢেমুশিয়া ফয়েজ আহমদ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ক্ষুব্ধ এলাকাবাসী এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা শিক্ষা অফিসারের নিকট মোবাইল ফোনে অভিযোগ করেছে।
এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, চকরিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিম ঢেমুশিয়া ফয়েজ আহমদ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা হচ্ছে ৪জন। তন্মধ্যে প্রধান শিক্ষক সহ ৩ জন পিএসসি পরীক্ষার হল পরিদর্শকের দায়ীত্ব নিয়ে বিভিন্ন সেন্টারে যায়। বাকী রোহেনা আক্তার নামক এক মহিলা শিক্ষিকাকে স্কুল খোলা রেখে শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব দিয়ে যান। কিন্তু ওই শিক্ষিকা কর্তৃপক্ষকে অবহিত না করে স্কুলটি ৬ দিনের জন্য বন্ধ ঘোষনা করেন।
কিন্তু বন্ধের খবর জানেন না স্কুল কমিটির সভাপতি সহ সংশ্লিষ্টরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। প্রথমিক বিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬দিন বন্ধ দিয়েছে শিক্ষকরা। উপজেলা অথবা জেলা শিক্ষা অফিসকে অবহিত না করে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষা প্রতিষ্ঠান ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ দিয়েছে। স্কুল বন্ধ দিয়ে বাড়ীতে বিশ্রামে আছেন শিক্ষিকা রোহেনা। চকরিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিম ঢেমুশিয়া ফয়েজ আহমদ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।ক্ষুব্ধ এলাকাবাসী এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা শিক্ষা অফিসারের নিকট মোবাইল ফোনে অভিযোগ করেছে।
স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি পিএসসি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়ীত্ব পালন করছেন দাবী করে বলেন, স্কুল বন্ধ দেয়ার কথা সত্য নয়। অপরদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাফর ঘটনাটি তদন্ত করছেন বললে ও শেষ পর্যন্ত কোন প্রতিক্রীয়া জানাননি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।