সংবাদ বিজ্ঞপ্তি
শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে সদর উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বারের মত ইউনিয়ন ফুটবল লীগ উপলক্ষ্যে ইতি মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। খুরুশকুল ডেউল পাড়া মাঠে ২৪ নভেম্বর বিকাল আড়াইটায় উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক খুরুশকুল ইউনিয়ন বনাম ভারুয়াখালী ইউনিয়ন ফুটবল দল। খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। গতকাল সন্ধ্যায় হোটেল কক্স টুডেতে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য দের সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নোমান হোসেন, এ সময় তিনি বলেন প্রথম বারের মত আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, মূলত যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য এবং যুব সমাজকে খেলাধুলা মুখি করার জন্য একই সাথে গ্রামের ভাল খেলোয়াড়দের আরো উচ্চ পর্যায়ে খেলার সুযোগকরে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান টুর্নামেন্টে সদর উপজেলার ১০ টি ইউনিয়ন অংশ নেবে। প্রতিটি দলে ১১ জনের দলে ৩ জন খেলোয়াড় জেলা মধ্য থেকে কোটায় আনা যাবে। এর মধ্যে ১ জন অবশ্যই পৌরসভা থেকে নিতে হবে। বিজয়ী ইউনিয়নকে ৪২ ইঞ্চি এলইডি টিভি, এবং রানার আপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ আকর্ষনীয় পুরুষ্কার দেওয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আনচারী, টুর্নামেন্ট আহবায়ক খালেদ মোঃ আজম বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য মোহাম্মদ হানিফ, সদস্য নাজিম উদ্দিন, আমির হোসাইন প্রমুখ।
উল্লেখ্য টুর্নামেন্টে খুরুশকুল, ভারুয়াখালী, জালালাবাদ, পিএমখালী, ঝিলংজা, চৌফলদন্ডী, পোকখালী, ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাও ইউনিয়ন অংশ নিচ্ছে।