সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার নির্বাচন শুক্রবার

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০১৭ ০৯:২৬ , আপডেট: ২৩ নভেম্বর, ২০১৭ ০৯:২৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

ইমাম খাইর, সিবিএন:
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), কক্সবাজার জেলা শাখার সম্মেলন এবং জেলা কমিটির নির্বাচন শুক্রবার (২৪ নভেম্বর)।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে কার্যক্রম আরম্ভ হবে।
জেলার ৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) শিক্ষক-শিক্ষকাগণ সম্মেলন এবং নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করবেন জেলা শিক্ষা অফিসার মো: ছালেহ উদ্দিন চৌধুরী।
নির্বাচন কমিশনার সিসেবে রয়েছেন- এলি বড়ুয়া ও আবদুল আমিন। সম্মেলনে বাসমাশিস এর কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ, কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থত থাকবেন।
সম্মেলনে বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার, মাধ্যমিক শিক্ষকদের পদমর্যাদা, বিদ্যমান সমস্যাদি ও সমাধান এবং মাধ্যমিক শিক্ষা ও শিক্ষকদের সত্যিকারের উন্নয়নের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের করণীয় ইত্যাদি বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেয়া হবে।
ইতোমধ্যে জেলার প্রতিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন ও নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে।