নুসরাত পাইরিন:
কক্সবাজারের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা ব্র্যান্ডিং ‘Longest Sandy Beach,Cox’sBazar’-কে বর্ণাঢ্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন মাননীয় জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা রয়েছে আমাদের কক্সবাজারে,তাই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে জেলা ব্র্যান্ডিং শ্লোগান ও লোগো, এ্যাপ্সস নির্মাণ,থিম সংসহ বিভিন্ন কার্যক্রম। এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, পাশাপাশি উৎসবটি উদযাপনে সকলকে সহযোগীতার আহবান জানান জেলা প্রশাসক মহোদয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) কাজি মো: আবদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেন, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ২০১৭ইং উৎসবের আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন ৩০ ডিসেম্বর বর্ণাঢ্য র্যালী মেরিন ড্রাইভে এবং পরদিন ৩১ ডিসেম্বর মূল অনুষ্ঠানে জেলা ব্র্যান্ডিং শ্লোগান,লোগো, থিম সং ও এ্যাপ্স উন্মোচন করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের উদ্যোগ নেয়া হবে। উৎসব মুখর পরিবেশে উদযাপনে এতদ্সংক্রান্ত বিষয়ে করনীয় বিষয়ে পরবর্তী সভায় আরও সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুহম্মদ আশরাফ হোসেন,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান, ফারজানা প্রিয়াংকা, সাইয়েমা হাসান, এহসান মুরাদ, জুয়েল আহমেদ ও মো: সেলিম শেখ,সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং, কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।