সংবাদ বিজ্ঞপ্তি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রামু শাখা গঠিত হয়েছে। ২৩ নভেম্বর কমিটি গঠন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুছ ফরাজি।
বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদ।
কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি হাফেজ মাওলানা শামশুল হক, সহ সভাপতি হাফেজ মাওলানা এরশাদুল্লাহ, হাফেজ মাওলানা আশেকুর রহমান, হাফেজ মাওলানা জাহেদুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইয়াকুব, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দীন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা উসমান গণি, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সোলাইমান, সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা তাহের, শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ করিম, সদস্য হাফেজ মাওলানা আবুল মনসুর, সদস্য হাফেজ মাওলানা মুবিনুল হক প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নব নির্বাচিত কমিঠির সামনে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের গুরুত্ব ও এর গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং জেলা হুফফাজের পরিকল্পনা তুলে ধরেন ও রামু উপজেলায় কুরআনের খেদমতে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এবং আগামী ২৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার রামু জামিয়াতুল উলুম আল ইসলামিয়া তে রামু উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগিতার ঘোষণা দেন।
উল্লেখ্য, কক্সবাজার জেলা ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারী।