মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া :
চলতি মাসের ১৭ নভেম্বর,রোজ শুক্রবার প্রাচ্যের অক্সফোড খ্যাত ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। ঢাবি ছাত্রলীগের সভাপতি,সাধারণ-সম্পাদক ও হল শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ-সম্পাদকের স্বাক্ষরিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি তে স্থান পেয়েছে সমাজবিজ্ঞান বিভাগের কৃতি ছাত্র আবছার হাসান।তাকে স্যার এ এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের জামাল উদ্দিনের বড় পুত্র।হল কমিটিতে স্থান পেয়ে ইতিহাসের অংশ হলো আবছার। বাংলাদেশ ছাত্রলীগ ঢাবির ইতিহাসে পেকুয়া উপজেলা’য় তিনিই প্রথম পদধারী ছাত্রলীগ নেতা। আবছারের রাজনৈতিক সূচনা ২০১১ সালে উজানটিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে। পরবর্তী তে তাকে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।উল্লেখ্য তার বাবা জামাল হোসেন জামাত-শিবিরের নৈরাজ্য দমনে পেকুয়া উপজেলায় অগ্রণী ভূমিকা রাখেন।আবছারের বাবা উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি। কমিটি তে স্থান পাওয়াই তিনি হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন,ধন্যবাদ তুষার ভাইকে আমার রাজনৈতিক পরিচয় দান করার জন্য। ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও আগামীর ভাবনা নিয়ে কথা হলে তিনি জানান যে,আগামী নির্বাচনে তিনি তার এলাকায় গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার উন্নয়নকাজ গুলো তুলে ধরে জনগণের কাছে দলের জন্য ভোট আহ্বান করবেন। তিনি আরো বলেন,তার এলাকাজুড়ে এখনো স্বাধীনতাবিরোধী পেতাত্বরা এখন ও স্বক্রিয়। তিনি নিজের জীবন বাজি রেখে দলের জন্য কাজ করবেন। তিনি শিক্ষাক্ষেত্রে দেশনেত্রী’র অবদান তুলে ধরার জন্য সকল ছাত্রলীগের তৃণমূলের ভাইদের আহ্বান করেন। উল্লেখ্য,বাংলাদেশ ছাত্রলীগ,ঢাবি শাখায় ৬৯ বছরের ইতিহাসে তার আগে আর কোন পদধারী ছিলো না।