প্রেস বিজ্ঞপ্তি :
কসউবি এসএসসি ৯১ ব্যাচের Asif M Ahsanul Haq ৮ম বার্জার এওয়ার্ড ফর এক্সসিলেন্স ইন আর্কিটেকচার জিতেছে “মাল্টি ফ্যামিলি রেসিডেন্স ক্যাটাগরি’তে। আসিফ এবং তার সহধর্মিনী আরিফা আক্তার কান্তা কক্সবাজারের হাসপাতাল সড়কস্থ তাদের নবনির্মিত ” রাবিয়া পরমপরা” প্রজেক্টের জন্য এ পুরস্কার লাভ করে। দেশের স্বনামধন্য স্থপতি আসিফ মো. আহছানুল হক এর আগে ২০১৪ সালে “৬ষ্ঠ বার্জার এওয়ার্ড ফর এক্সসিলেন্স ইন আর্কিটেকচার” ২০১৩ এর “সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স” ক্যাটাগরীতে ও পুরস্কার অর্জন করেছিল।
বর্তমান সময়ের দেশের সফল এ স্থপতি দম্পতি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের অনেক সুন্দর ও নান্দনিক স্থাপত্যের মাধ্যমে তাদের প্রতিভার ছাপ রেখে যাচ্ছে।
আসিফ কক্সবাজারের প্রবীণ আইনজীবী মরহুম মোমতাজুল হক ও মরহুম রিজিয়া বেগম এর কনিষ্ট পুত্র। তার বাবা মরহুম মোমতাজুল হক ১৯৩৬ সালে কসউবি থেকে মেট্টিকুলেশন পাশ করেন। আসিফ সহ তার নয় সহোদর সবাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। তার বড় ভাই শ্রদ্ধাভাজন মরহুম এ জি এম সালাহউদ্দিন স্যার কসবিউ ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সাদামনের শিক্ষক ছিলেন ।