মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পরীক্ষা সম্পন্ন হয়।
মরহুম চৌধুরী মোহাম্মদ আবুল ফজল হাজারী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার দিনটি অভিভাবকদের উৎসব মুখর পরিবেশ লক্ষণীয় ছিল।
পরীক্ষায় অংশ নেওয়া ১৪৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬ জন বৃত্তি প্রাপ্ত হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রথম স্থানে রয়েছে ডুলাহাজারা কলেজিয়েট ইনষ্টিটিউট, বৃত্তিপ্রাপ্ত (১জন এ+), (২জন এ) এবং (৩জন এ-) সর্বমোট মোট ৬ জন। দ্বিতীয় স্থানে শাহ এনামুল হক পাবলিক স্কুল এন্ড কলেজ বৃত্তিপ্রাপ্ত (২জন এ), (১জন এ-) মোট ৩ জন। তৃতীয় স্থানে উদয়ন আদর্শ বিদ্যালয় বৃত্তিপ্রাপ্ত (৩জন এ-) মোট ৩ জন। এছাড়া মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল স্কুল থেকে (১জন এ) এবং (১জন এ-) মোট ২ জন। ডুলাহাজারা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে (১জন এ) মোট ১ জন। ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাথমিক শাখা থেকে (১জন এ) মোট ১ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক কবির আহমদ আনছারী জানান “প্রতিবছরে মতো এবছরও আমার নিয়ন্ত্রণে সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষার কার্যক্রম সমাপ্ত করেছি। বিগত ৮-৯ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এ.এফ হাজারী স্মৃতি ফাউন্ডেশন পরিচালিত এ বৃত্তি পরীক্ষা চলে আসছে। এটি ডুলাহাজারা ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি আশাকরি।”