মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের অভিযানে পরিত্যক্ত অবস্থায় পঞ্চাশ ফুট চোরাইকাঠ উদ্ধার করা হয়। শনিবার (২৫নভেম্বর) বিকেল ৪টায় নাপিতখালী বিটের কলাইশের ঘোনা নামক এলাকা থেকে চোরাইকাঠগুলো উদ্ধার করতে সক্ষম হন। এঘটনায় কাউকে আটক করা না হলেও জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরেষ্ট গার্ড এম,মাজহারুল ও ভিলেজার মোরশেদকে সাথে নিয়ে অভিযান চালাই। এসময় কলাশিয়ের ঘোনা প্যানেল চেয়ারম্যান আলমের দক্ষিণ পার্শ্বে পাহাড়ের ঢালু থেকে পরিত্যক্ত অবস্থায় বার টুকরো গর্জন কাঠ উদ্ধার করি। পরে উদ্ধার করা কাঠগুলো নাপিতখালী বিট অফিসে নিয়ে আসা হয়। জড়িত চোর সিন্ডিকেটকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানায় নাপিতখালী বিটের অধিনের বনভুমি থেকে কাঠ চোর ও জায়গা দখলে নিয়ে অবৈধ ভাবে ভবণ নির্মাণ কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না বনবিভাগ।