নুসরাত পাইরিন :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বৈশ্বিক ঐতিহ্যের তালিকা বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্তির স্বীকৃতির উদযাপনে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে কক্সবাজার সিটি কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আনন্দ শোভাযাত্রার এ র্যালিটি বের হয়। কক্সবাজার সিটি কলেজ প্রাঙ্গন থেকে বিশাল এক আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের শহীদ দৌলত ময়দানের সামনে মিলিতি হন প্রসাশনসহ অন্যান্য শোভাযাত্রার সাথে। বেলা ১১ টার মধ্যেই বিভিন্ন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কক্সবাজার শহরের আশপাশের এলাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।
এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আনন্দে আমরা শোভাযাত্রা করছি। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। শিক্ষার্থীরা ‘ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ শোভাযাত্রায় অংশগ্রহণ নিয়ে কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা জ্যোৎস্না ইয়াসমিন বলেন, জাতির জনকের ৭ মার্চের ভাষণ আমাদের মুক্তির পথ দেখিয়েছে। বঙ্গবন্ধুর ওই সাহসী ভাষণের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। বঙ্গবন্ধুর সেই ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য বিশাল পাওয়া।
শোভাযাত্রায় শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর ছবি ও ৭ মার্চের ভাষণের বিভিন্ন বাক্য লেখা প্লেকার্ড, ফেস্টুন রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।