সংবাদ বিজ্ঞপ্তি:
প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হচ্ছে নূরানি তা’লিমুল কোরআন বোর্ডের অধীনে তৃতীয় শ্রেণির সনদ পরীক্ষা।
রামুর রাজারকুল পশ্চিম সিকদারপাড়া আসমা ছিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসা কেন্দ্রে ২৬ নভেম্বর শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে।
এ পরীক্ষায় হাফেজিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা ও আসমা ছিদ্দিকা রা. বালিকা মাদ্রাসার মোট ৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় ৫৬ জনের মধ্যে ৫৪জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।
পরীক্ষার শুরুতে পরীক্ষা নিয়ন্ত্রক ও আসমা ছিদ্দিকা রা.বালিকা মাদ্রাসার পরিচালক মাও আব্দুচ ছালাম কুদসী কেন্দ্র পরিদর্শন পূর্বক শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন বোর্ড নিয়োজিত হল সুপার মাওলানা মন্জুরুল আলম, মাদ্রাসার প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মাওলানা জায়নুল আবেদীন, মাওলানা ক্বারী হাবিব হোছাইন,মাওলানা আব্দুল খালেক,মাষ্টার রাকিবুল হাসান শামিম,মাষ্টার মিজানুর রহমান মুন্না ও হেফজ শিক্ষক হাফেজ রহমত উল্লাহ প্রমূখ।
কেন্দ্রে শিক্ষকদের সার্বিকভাবে সহযোগীতা করেছেন কক্সবাজার সৈকত কালচারাল একাডেমির প্রধান পরিচালক ও ইসলামী সংগীত শিল্পী মোহাম্মদ জয়নাল আবেদিন। পরীক্ষা ৩০ শে নভেম্বর পর্যন্ত চলবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।