এম.এ আজিজ রাসেল

কক্সবাজার পৌরসভার হিসার রক্ষক শহরের বাহারছড়ার বাসিন্দা আবদুল মালেকের নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠি জানাযায় ঢল নামে শাকাহত মানুষের। এসময় মরহুমের সহকর্মী, শুভাকাঙ্খী ও বন্ধুরা কান্নায় ভেঙ্গে পড়েন। জানাযার নামাজের আগে শোকাহত মুসল্লীদের উদ্দেশ্যে মরহুমের আত্মজীবনী নিয়ে আলোকপাত করেন সদর-রামু আসনের সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার পৌরসভার চার চার বার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক রেজাউল করিম, জৈষ্ঠ সাংবাদিক তোফাইল আহমদ, মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম, প্যানেল মেয়র-১ জিসান উদ্দিন জিশান, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম, কাউন্সিল সিরাজুল হক, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জিয়া উদ্দিন জিয়া, কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর মিজান ও কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম। জানাযার নামাজের ইমামতি করেন বাহাছড়া জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম। নামাজ শেষে বাহারছড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য সাদা মনের মানুষ হিসেবে খ্যাত কক্সবাজার পৌরসভার হিসাব রক্ষক আব্দুল মালেক সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এর আগে দুপুর ১ টার দিকে তার মরদেহ কক্সবাজার পৌরসভা কার্যালয়ে আনা হলে পৌর পরিষদ ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।