মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন কৌশল পাল্টাচ্ছে ইয়াবা পাচারকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি প্রতিদিন সারাদেশে নানা কৌশলে পাচার করছে ইয়াবা। মহাসড়ক দিয়ে একধিক চক্রের পাচার করা ইয়াবা উদ্ধারে বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একাধিক স্থানে উদ্ধারও হচ্ছে ইয়াবা। ইয়াবার খোঁজে যানবাহনে তল্লাশি করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে যাত্রীরাও। গত ২৯ নভেম্বর বুধবার রাতে চৌকি বসিয়ে বাসে তল্লাশি চলাকালে হেঁটে যাওয়ার সময় পলিথিন ব্যাগের ভিতর পাওয়া গেল ৬০০ পিস ইয়াবা। সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওবাইদিয়া গেইট এলাকায় ওসি রফিকুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাসে তল্লাশি চালায়। খুনিবটতল এলাকায় পুলিশের তল্লাশির খবর পেয়ে তারা বাস থেকে নেমে হেঁটে পার হচ্ছিল তল্লাশি এলাকা। রাতে যুবকের হাতে পলিথিন ব্যাগে মাল্টা। দেখে মনে হবে কোথাও নিয়ে যাচ্ছে তাজা ফল। পুলিশের সন্দেহ হলে ফল গুলো হাতে নিয়ে ভিতরেই মিল্ল ইয়াবা। এতে পুলিশও হতবাক। এসময় -টেকনাফের কাচার পাড়ার শেখ আহমদের ছেলে আবছার (২২) ও একই থানার পূর্ব সিকদার পাড়ার আলী আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৭) কে গ্রেফতার করে। সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে দু’যুবক আগেই বাস থেকে নেমে হেঁটেই পার হচ্ছিল তল্লাশি এলাকা। এবারের ইয়াবা পাচারের কৌশলটা ছিল ভিন্ন। রাতে হেঁটে যাওয়ায় তাদের সন্দেহ করে তল্লাশি করে।এতে পাওয়া গেল মাল্টার ভিতর ইয়াবা। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।