শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নগদ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন কর্তৃক ১ ডিসেম্বর সকালে ২/৩ ঘন্টাব্যাপী এ অভিযান চালানো হয় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুমাবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারে আকষ্মিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্ট বসিয়ে ভোক্ত অধিকার আইনে খাবার হোটেল, মিষ্টির দোকান, ঔষুধের দোকান, ডায়াগনষ্টিক সেন্টারে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করণসহ অবৈধ বালি উত্তোলনের ড্রেজার মেশিনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জনসাধারণ।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তিনি সার্বিক বিষয়ে তাকে অবহিত করার জন্যও অনুরোধ জানান।