প্রেস বিজ্ঞপ্তি:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ^বিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে উঠা ঢাকা বিশ^বিদ্যালয়ের এক সময়ের তুখোড় মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওসমান গণি মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণ সংযোগ করেছেন।

১ ডিসেম্বর সকাল ৯টায়  চালিয়াতলী থেকে শুরু হয় গণসংযোগ। উত্তর মহেশখালীর মাটি ও মানুষের প্রিয় নেতা’কে কাছে পেয়ে ছুটে যান স্থানীয় আমজনতা। সেখানে ব্যাপক গণসংযোগ শেষে উন্নয়নের মূল ভূখন্ড মাতারবাড়ীতে প্রবেশ করেন। মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট থেকে শুরু করে মাতারবাড়ী সিএনজি স্টেশন, পুরানবাজার, বাংলা বাজার, হংসমিয়াজির পাড়ায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ উত্তর মহেশখালী আমজনতা তাদের শেষ ঠিকানা প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ॥ গণসংযোগ শেষে হংস মিয়াজিরপাড়ায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সামাজিক অনুষ্ঠান শেষে ফের মাতারবাড়ী সিএনজি স্টেশনে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে স্বর্তস্ফুত অংশগ্রহণ ও আলোচনায় মাননীয় প্রধান মন্ত্রীর অনেক প্রিয় ২য় টুঙ্গিপাড়া খ্যাত মাতারবাড়ীকে বিশে^র উন্নত শহরের আদলে গড়ার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়ন, অত্র এলাকাবাসীর প্রতি আন্তরিকতা, আমজনতার মাঝে পৌছে দেওয়ার আহ্বান জানান উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের। সেখান থেকে বিকাল ৪টায় কক্সবাজার পৌছে শহরের বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে এনজিও সংস্থা মুক্তির সহযোগীতায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত “ ভলি বল প্রশিক্ষণ প্রতিযোগীতার সমাপনী দিনের পুরস্কার বিতরণ সম্পন্ন করেন। বিকাল ৫টায় একই স্টেডিয়ামে ডিজিটাল হাসপাতাল লিঃ টেবিল টেনিস টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম. মাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু।