সংবাদ বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্র দল। শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে জেলা ছাত্র দলের সভাপতি রাশেদুল হক রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুরুশকুল রাস্তার মাথায় গিয়ে শেষ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্র দল সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, আওয়ামী লীগ নগ্নভাবে দেশ চালাচ্ছে। তারা বিএনপিসহ বিরোধী দল ও মতকে চির বিদায় দিতে নানামুখি ষড়যন্ত্র করছে। দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে। তাদের সমুচিত জবাব দেয়া হবে। এ সময় ছাত্র দল নেতাকর্মীদের আগামী আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতির আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, মাহসুমুল ইসলাম রাসেল, মো. মুরাদ, সাইফুর রহমান নয়ন, ফাহিমুর রহমান, শাহীনুল কাদের লিমন, ফারুক আজম, জিল্লুর রহমান, আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম-সম্পাদক আলা উদ্দিন রবিন, মিজানুল আলম, মোজাম্মেল হক, মুজিবুর রহমান নোমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকতার নুর, শহর ছাত্র দলের সাধারণ সম্পাদক আল আমিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি শাখার সভাপতি মো. রেজাউল হক, শহর ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, জেলা ছাত্র দলের স্কুল বিষয়ক সম্পাদক জাফর আলম, শহর শাখার যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সদর শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শাহেদ, জেলা শাখার সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শহর শাখার যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল রিফাত, জেলা শাখার সদস্য নজির হোসেন, ছাত্র দল নেতা আবছার কামাল, এখলাছুর রহমান, জাগির হোসেন নয়ন, মিনহাজুর রহমান মিজবাহ, মুর্শেদুর রহমান, রমজান আলী, আবদুল হামিদ, রেজাউল করিম, ফাহিমুর রহমান, মো. সোহেল, ইমরান, আনাস, বাবু, সাজ্জাদ হাসান, সুমন হোসেন, মো. হোসেন, মো. রুবেল, মিশকাত, ইমন, আবদুর রহমান, মো. ফাহিম, ওমর ফারুক, কাউছার হাবীব ত্বকী, আহসানুল হক সোহাগ, তাওহীদুল ইসলাম, মো. আবদুল্লাহ, রিয়াজ, সাইফুল, নয়ন, নুরুল কবির, আরফাত, শাহরিয়ার, সাজ্জাদ, রিয়াদ, আসিফ, আদিব, বাপ্পি, আজিজুল প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কক্সবাজার সদর, শহর, সরকারী কলেজ, সিটি কলেজ, আইন কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি শাখার নেতারা অংশ গ্রহণ করে।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা ছাত্র দলের বিক্ষোভ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।