শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে বাল্যবিবাহে সহযোগিতা করার অভিযোগে মেয়ের মামা ঘটক মো. জাকারিয়াকে ৭দিনের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১ ডিসেম্বর বিকালে ইউনিয়নের পূর্ব বোয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বর্ণিত এলাকার জনৈক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল মেয়েটির মামা একই এলাকার মৃত জাফর আলমের পুত্র জাকারিয়া। এ সংবাদটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নজরে আসলে ঐ দিন অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে ৭দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত মো. জাকারিয়াকে জেল হাজতে প্রেরণের জন্য ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন। ইউএনও মো. নোমান হোসেন জানান, বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়ে সচেতন এলাকাবাসীকে জাগ্রত হওয়ার অনুরোধ জানান। জনসেবায় প্রশাসনের সহযোগিতারও আশ^াস দেন তিনি।