এম.এ আজিজ রাসেল:

কক্সবাজার পৌর এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সচিব হেলালু উদ্দিন। এখানে তার সাথে যুক্ত হন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ও জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক।

উদ্বোধনকালে নির্বাচন কমিশনের সচিব হেলালু উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে সরকার। তথ্য প্রযুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়েছে। তার বাস্তব উদাহরণ স্মার্ট কার্ড। অচিরেই দেশের সব ভোটারদের হাতে পৌছবে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড। অনুষ্ঠানে কক্সবাজারের চার বিশিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড দেয়া হয়। তারা হলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোঃ শাহজাহান, সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা ও প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান ও সদর নির্বাচন অফিসার শিমুল শর্মা। এরপর কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ৩ হাজার ৬৩৭ জন পুরুষ ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

সকালে কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। অনেকেই স্মার্ট কার্ডের বিষয়ে শুনেছেন। তবে কখনো দেখেনি। তাই প্রবল আগ্রহ ও উৎফুল্ল মনে কেন্দ্রে ছুঁটে এসেছেন তারা। দীর্ঘ লাইনে বয়োঃবৃদ্ধ ভোটারদের খানিক দুর্ভোগ পোহাতে হয়।

১নং ওয়ার্ডের সমিতিপাড়া থেকে স্মার্ট কার্ড নিতে আসা মোস্তফা সরওয়ার বলেন, স্মার্ট কার্ড নেয়ার জন্য ভোর থেকেই কেন্দ্রে চলে এসেছি। অনেক অপেক্ষার প্রহর গুণে কাঙ্খিত স্মার্ট কার্ড হাতে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

কুতুবদিয়া পাড়ার নজরুল ইসলাম বলেন, সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কিছুদিন আগেও জাতীয় পরিচয় পত্র আধুনিক আকারে পাবো চিন্তা করেনি অনেকেই। কিন্তু সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে অনেক দুর এগিয়ে নিয়েছে। অনেক দেশ এতো শীঘ্রই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে হতবাক।

১ নং ওয়ার্ডের কাউন্সিলর এএসআই আকতার কামাল ও মহিলা কাউন্সিলর হুমায়রা বেগম জানান, কোন দীর্ঘসুত্রিতা ছাড়াই সবাই স্মার্ট কার্ড পাচ্ছে। বিষয়টি অনেকেই কঠিন মনে করেছিল। কিন্তু কেন্দ্রে এসে সব ভয় চলে গেছে। নিমিষেই পেয়েছে প্রত্যাশিত স্মার্ট কার্ড।

এছাড়া পর্যায়ক্রমে ২৯ ডিসেম্বর পর্যন্ত একই কেন্দ্রে সকল ভোটারদের মাঝে স্মার্ট কার্ড দেয়া হবে। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। মোট ৪২ হাজার ৭৬৩ জন পুরুষ ও ৩৭ হাজার ৫৭৬ মহিলাসহ মোট ৮০ হাজার ৩৩৯ জন ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা। তিনি জানান, সব স্মার্ট কার্ড বিতরণ করা হবে কক্সবাজার মডেল হাই স্কুল কেন্দ্র থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্ড বিতরণের সময় সীমা নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার পৌরসভার ১নং ওয়ার্ডের ৩ হাজার ৬৩৭ পুরুষ ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়া ২ ডিসেম্বর শনিবার ৩ হাজার ৭৪৫ জন মহিলা ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৩ ডিসেম্বর রবিবার ২ নং ওয়ার্ডের ৪ হাজার ৭৫ পুরুষ ভোটার, ৪ ডিসেম্বর সোমবার ৩ হাজার ৫২০ জন মহিলা ভোটার, ৫ ডিসেম্বর মঙ্গলবার ৩নং ওয়ার্ডের ৩ হাজার ৯২৩ পুরুষ ভোটার, ৬ ডিসেম্বর বুধবার ২ হাজার ১৩ জন মহিলা ভোটার, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ৪নং ওয়ার্ডের ৩ হাজার ৭৬৩ পুরুষ ভোটার, ৯ ডিসেম্বর শনিবার ৩ হাজার ৫৮৫ জন মহিলা ভোটার, ১০ ডিসেম্বর রবিবার ৫নং ওয়ার্ডে ৩ হাজার ২০০ পুরুষ ভোটার, ১১ ডিসেম্বর সোমবার ৩ হাজার ১৭৮ জন মহিলা ভোটার, ১২ ডিসেম্বর মঙ্গলবার ৬নং ওয়ার্ডের ৩ হাজার ৭২২ পুরুষ ভোটার, ১৩ ডিসেম্বর বুধবার ৩ হাজার ৩৭৯ জন মহিরা ভোটার, ১৪ নভেম্বর বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডের ৩ হাজার ৯৫৭ জন পুরুষ ভোটার, ১৭ ডিসেম্বর রবিবার ৪ হাজার ৩০ জন মহিলা ভোটার, ১৮ ডিসেম্বর সোমবার ৮নং ওয়ার্ডের ৩ হাজার ২৯৮ জন পুরুষ ভোটার, ১৯ ডিসেম্বর মঙ্গলবার ৩ হাজার ১৩০ জন মহিলা ভোটার, ২০ ডিসেম্বর বুধবার ৯নং ওয়ার্ডের ৩ হাজার ৩১ জন পুরুষ ভোটার ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ৩ হাজার ৩৯ জন মহিলা ভোটার, ২৩ ডিসেম্বর শনিবার ১০ নং ওয়ার্ডে ৩ হাজার ৫৮৫ জন পুরুষ ভোটার, ২৪ ডিসেম্বর রবিবার ২ হাজার ৯৬২ জন মহিলা ভোটার, ২৬ ডিসেম্বর মঙ্গলবার ৩ হাজার ৪৯ জন পুরুষ ভোটার, ২৭ ডিসেম্বর বুধবার ২ হাজার ৪৬৬ জন মহিলা ভোটার, সর্বশেষ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ১২ নং ওয়ার্ডের ৩ হাজার ৫২৩ জন পুরুষ ভোটার ও ২৯ ডিসেম্বর শুক্রবার ২ হাজার ৫২৯ জন মহিলা ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্ট কার্ট নিতে পারবে না তাদের সদর নির্বাচন অফিসের যোগাযোগ করতে হবে। কক্সবাজার পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণের পর সদর উপজেলার অন্যান্য স্থানে পর্যায়ক্রমে বিতরণের সময় নির্ধারণ করা হবে।