জহির উদদীন খন্দকার  ,ঈদগড় :

ঈদগড়-ঈদগাও সড়কের গজালিয়া এলাকা থেকে অপহৃত ২ জনকে উদ্ধার করতে সন্ত্রাসীদের চাহিদামত ৪৪ হাজার টাকা মুক্তিপণ প্রদান করার  ৮৮ ঘন্টা  অতিবাহিত হলেও এখনো পর্যন্ত অপহৃতদের ছেড়ে না দেওয়ায় উৎকন্ঠায় পড়েছে অপহৃতদের স্বজনেরা।

জানা যায় গত ২৮ নভেম্বর রাত ১০ টায় ঈদগড়-ঈদগাও সড়কের গজালিয়া এলাকা থেকে ঈদগড় অভিমুখী ১ টি  সি এন জি ও ভাড়ায় চালিত ১ টি বাইক (মোটর সাইকেল) অস্ত্রের মুখে থামিয়ে সন্ত্রাসীরা ডাকাতি ও ২ জন যাত্রীকে অপহরণ করে নিয়ে গহীন পাহাড়ে নিয়ে যায়। তারা হলেন ঈদগড় লেইঙ্গাপাড়া গ্রামের মৃত আহসাব মিয়ার পুত্র হেলাল উদদীন(২৫) ও কোনারপাড়া গ্রামের খুইল্যা মিয়ার পুত্র নুরুল আমিন (৩৫)। তাদের উব্দারে রামু থানার এ এস আই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ কয়েক দফা অভিযান চালান। এদিকে সন্ত্রাসীরা হেলাল উদ্দীনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে রিং করে প্রথমে ২ জনকে ছাড়তে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। অনেক দর কষাকষির পর ২ জনকে ৪৪ হাজার টাকার বিনিময়ে ছাড়তে রাজী হয় সন্ত্রাসীরা। অপহৃত নুরুল আমিনের আত্মীয় মো: আব্দুল্লাহ জানান কথা মত ৪৪ হাজার মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে সন্ত্রাসীদের কাছে তাদের দেওয়া নম্বরে পৌছে দেওয়া হয়েছে।মুক্তিপনের ৪৪ টাকা পাওয়ার পরও সন্ত্রাসীরা আবারো নতুন করে ২ লক্ষ টাকা দাবী করছে। না দিলে অপহৃতদের হত্যা করা হবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এলাকাবাসী অপহৃতদের উদ্ধারে পুলিশ বি জি বি ও র‌্যাবের যৌথ অভিযান দাবী করেছেন।