সংবাদ বিজ্ঞপ্তি
চকরিয়া পৌর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে। এতে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে।
গত ২৯ নভেম্বর জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না এ কমিটি অনুমোদন করেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে নূরুল ইসলাম হায়দার আহ্বায়ক, অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী ও এম. মোবারক আলী যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
সদস্য হিসেবে রয়েছেন- মৌলভী রফিক আহামদ (০১), গিয়াস উদ্দীন (০২), আবদুর রহিম (০৪), নূরুল আমিন কাউন্সিলর (০২), মৌলভী শাহাব উদ্দীন (০৩), নাজেম উদ্দীন (০৬), এনামুল হক বাবু-০৭ (ক), জসিম উদ্দীন (০৮), ফিরোজ আহামদ-০৭ (খ), আবদুর রহমান চৌধুরী বাবুল (০৯), আলহাজ্ব মাহমুদুল হক (০৫), জাফর আলম কালু (০৪), আলহাজ্ব শাহাজাহান-০৭ (খ), নূরুল আলম (০৯), আবু বক্কর ছিদ্দিক নওশেদ (০৪), আকতার ফারুক খোকন (০৫), জাহাঙ্গীর আলম ভুট্টো(০৬), শাহজাহান মনির (০৩), মো. ইউছুফ সওদাগর (০২), আনোয়ার হোছন (০৪), ফরিদুল আলম (০৮), হামিদুল হক-০৭ (ক), কুতুব উদ্দীন (০৪), মো. সেলিম (০৯), জাকারিয়া হাবিব (০৪), আলী আকবর (০১), নূরুল হক রিটু (০১), শহীদুল ইসলাম ফোরকান (০৮), আবদুল কাদের সওদাগর (০২), কফিল উদ্দীন (০৫), জয়নাল আবেদীন কমিশনার (০৩), এড. নূরুল কাদের (০৪), এড. মো. ইউনুছ (০৮), এড. সরওয়ার আলম (০৬), এড. আবু ছালেহ (০৬), খালেছা বেগম (০৬), রাশেদা বেগম (০১), মনোয়ারা বেগম (০৯), জালাল উদ্দীন-০৭ (ক), জসিম উদ্দীন- ০৭ (ক), বেলাল উদ্দীন রাজা (০৮), আবদু শুক্কুর-০৭ (ক), সাইফুল্লাহ মানিক (০৬), ডলি ছিদ্দিকি (০৫), হাফেজ জয়নাল উদ্দীন (০৫), নূরুল হুদা (০৮), শাহাব উদ্দীন (০২), মাহমুদুল করিম (০৯), এইচএম নূরুল আমিন (০৫), আলহাজ্ব রব্বত আলী (০৫), মো. নাছির উদ্দীন (০৮), মোহাম্মদ আলী (০৬), ইদ্রিস সওদাগর-০৭ (ক), শাহাব উদ্দীন (০৯), শামীম ওসমান (০১), ফয়জুল কবির বাচ্চু (০৩), নয়ন চৌধুরী (০৫), জমির উদ্দীন (০৫), শওকত হোছন পারুল (০৮), আনোয়ার হোছন (০৩), সাইফুল ইসলাম (০৬), নূরুল আলম- ০৭ (খ), শামসুল আলম- ০৭ (খ), আমির আলী (০৯), বেলাল উদ্দীন (০৮), শাহাজাহান (০৯), নূরুল ইসলাম (০৪), নজরুল ইসলাম (০৬), আহামদ নবী (০৬), আমিনুল রশীদ খোকন (০২), মাস্টার আলমগীর হোসেন রানা (০৬)।
কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে আবদুল কাদের চৌধুরী ছুট্টু মিয়া (০৩)। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন- নূরুল হোছেন কোম্পানি (সাবেক কমিশনার) (০৮), হাজী নূর আহামদ সওদাগর (০৩), হাজী ইঞ্জিনিয়ার জহিরুল মওলা (০৪), মকছুদুর রহমান ম্যানেজার (০৯), মো. এলাহাদাদ (০৭), হাজী মো. হাসান সিকদার (০৫), হাজী আনোয়ার হোছাইন কোং (০২), মহিউদ্দীন মেম্বার (০৯) এবং আবুল হাশেম মেম্বার (০৮)
চকরিয়া পৌর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।