খালেদ হোসেন টাপু,রামু :
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা হলো টেকনাফ মিনা বাজার এলাকার মৃত সিকান্দার ছেলে মোঃ কামাল হোসেন (২২), উপজেলা উত্তর ডিককুল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে বাহাদুর মিয়া (২৭) ও কলাতলী সৈকত পাড়ার মৃত আলী আকবর ছেলে আবু সিদ্দিক(২৫)।
পুলিশ জানায়, রবিবার দুপুরে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে সার্জেন্ট শাহাদাত হোসেন, এটিএসআইআকতার হোসেন ও সঙ্গীয় ফোর্স তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখি সরাসরি স্পেশাল সার্ভিস বাস যার নং চট্টমট্টো ব ১১-০১৮১ তল্লাশী চালিয়ে ১৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। এসময় বাসটি জব্দ করে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।