সিবিএন ডেস্ক :

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইসলামী ব্যাংক প্রিমিয়ার ডিভিশন জেলা ক্রিকেট লীগ মাঠে গড়াচ্ছে ২৯ ডিসেম্বর। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন জানান জেলা ক্রিকেট লীগে অংশগ্রহনিচ্ছুক দল সমূহকে ১২ ডিসেম্বর বিকাল ৫ টার মধ্যে টিম এনিট্র করতে হবে। টিম এন্ট্রি ফি ৩ হাজার টাকা। ১৩ থেকে ১৮ ডিসেম্বর বিকাল ৫ টার মধ্যে খেলোয়াড়দের টোকেন সংগ্রহ করতে হবে টোকেন সংগ্রহ করার সময় খেলোয়াড়ের দুই কপি ছবি জন্ম নিবন্ধন,আইডি কার্ড,পিতা মাতার আইপি কার্ড সংঙ্গে আনতে হবে। খেলোয়াড় তালিকা জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর,২১ ডিসেম্বর খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে। খেলোয়াড় রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। প্রতিটি টিমে ১৫ জন খেলোয়াড় নেওয়া যাবে। এছাড়া ৩ জন কোটার নির্ধারিত খেলোয়াড় থাকতে পারবে। এবং ২৯ ডিসেম্বর কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম মাঠে খেলা শুরু হবে।