মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্যসাবেক শিক্ষক ও সাতকানিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম অজিত নন্দী (৫৩) আজ রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রবিবার বিকেলে তাঁর নিজ বাড়ি কেঁওচিয়া গ্রামের নন্দী বাড়ির শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি এক কন্যা ও পুত্র সন্তান এবং স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গুণী সমাজসেবকের মরদেহ দুপুরে তাঁর সাবেক কর্মস্থল কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে শিক্ষক, শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। এই সময় সংক্ষিপ্ত শোক সভায় ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতাসদস্য শিল্পপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার মো. ইউনুছ, সাংবাদিক এস এম রানা, প্রধান শিক্ষক সুনীল কুমার, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নুরুন্নবী, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, মাষ্টার হাছন আলী, মাষ্টার জামাল হোসেন ও ইউপি সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।
শোক
এস এম অজিত নন্দীর মৃত্যুতে শোক জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ব্যাংকার নাছির উদ্দিন, দাতাসদস্য নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক সুনীল কুমার। এছাড়া কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি সাংবাদিক এস এম রানা, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাশসহ পরিষদের নেতৃবৃন্দু শোক জানিয়ে তাঁর আত্মার সদ্গতি কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।