প্রেস বিজ্ঞপ্তি :

এপেক্স ক্লাব ককসবাজার এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান জামাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় নিরিবিলি অর্কিড হল রুমে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ডিজি ৩ (ইলেক্ট) এপেঃ এস এম হাছান আলী, কক্সবাজার ক্লাবের ফাউন্ডার ও এপেক্স বাংলাদেশ লাইফ মেম্বার এপেঃ এডঃ আয়াছুর রহমান, পিডিজি এপেঃ নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি এপেঃ এড. রমিজ আহমদ, চকরিয়া ক্লাবের প্রেসিডেন্ট (ইলেক্ট) এপেঃ জুবাইর উদ্দিন।

অনুষ্ঠানে ২০১৭ সালের সকল বোর্ড সদস্য তাদের নিজ নিজ রিপোর্ট পেশ করলে উপস্থিত সকলে আলোচনা করে করতালির মাধ্যমে রিপোর্ট পাশ করেন। উপস্থিত সকলেই বিগত বোর্ডের সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য নিয়ে কাজ করায় জেলা ও জাতীয় অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেঃ শেখ সেলিম, এপেঃ মুকিম খান, এপে. এড. ইউনুছ, এপেঃ শাহ আলম কাজল, এপেঃ সাঈদ হোসাইন আকাশ, এপেঃ শফিকুল ইসলাম, এপেঃ সুলতান আহমদ, এপেঃ রাসেল উদ্দিন আলী, এপেঃ এম ইউ হাসান তালুকদার, এপেঃ নাজনীন আক্তার, এপেঃ নুরুল আমিন নান্নু, এপেঃ আবুল হাসেম, এপেঃ সিরাজুল ইসলাম প্রমূখ। এতে প্রধান ও সহকারী নির্বাচন কমিশনার হিসাবে এপেঃ রমিজ আহমদ, এপেঃ মোঃ ইউনুছ ২০১৮ বর্ষের জন্য এপেঃ শফিকুল ইসলাম প্রেসিডেন্ট ও এপেঃ সুলতান আহমদ সেক্রেটারি, এপেঃ জাহাঙ্গীর আলম সার্ভিস ডাইরেক্টর, এপেঃ বেলাল আহমদকে ট্রেজারার করে ১১ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী নতুন বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। এ সংগঠনের সদস্যরা নিজেরা নিজেদের অর্থ দিয়ে সমাজের কমভাগ্যবান এবং সুবিধা বঞ্চিতদের সেলাই মেশিন প্রদান, শীত বস্ত্র বিতরণ, হুইল চেয়ার, শিক্ষা সামগ্রী, চিকিৎসা সেবা, সেলাই মেশিন, গরীব-মেধাবিদের এককালীন বৃত্তি, এতিমদের খাবার বিতরণ, সবুজ বনায়নসহ বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবসসমূহ পালন করে যাচ্ছে।