এম.জিয়াবুল হক,চকরিয়া :
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ের বরাদ্দের বিপরীতে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (৩ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, আবু জাফর।
অনুষ্ঠানে শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া উপকরণ তুলে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্কার জানান, উপজেলায় সর্বমোট ১৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে গতকাল রোববার ৭৭টি বিদ্যালয়ে ল্যাপটপ, মডেমসহ প্রযুক্তি উপকরণ বিতরণ করা হয়েছে। অবশিষ্ঠ বিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে গত বছর এসব উপকরণ বিতরণ করা হয়। এদিন ১৯টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ। বাকিগুলো পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে।
চকরিয়ায় ৭৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।