মো. ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলার অাওতাধীন ভূমি অফিস ডিজিটালের অাওতায় অানা হয়েছে। স্থানীয় জনগণের সেবা ও অফিসের কাজ অারো সহজ করার লক্ষ্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস।
সালমা ফেরদৌস জানিয়েছেন, সম্প্রতি উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম ডিজিটাল এর অাওতায় অানা হয়েছে। পেকুয়াবাসীর উন্নত সেবার লক্ষ্যে ডিজিটাল রেকর্ডরুমের জন্য ‘ই-রেকর্ড ম্যানেজমেন্ট’ সফটওয়ারটি সম্পন্ন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা অানয়নের নিমিত্ত ও অাধুনিকায়নের অংশ হিসাবে এ কাজ সম্পন্ন করা হয়েছে।
এতে রেকর্ডরুমে সংরক্ষিত মামলা সমূহ সন ওয়ারী নামজারী জমাভাগ মামলা নম্বর, খতিয়ান নম্বর, অাবেদনকারীর নাম, মোবাইল নম্বর, নামজারীর বছরসহ বিস্তারিত সংরক্ষণ করা হয়েছে। যে সেবা প্রাপ্তিতে একজন সেবা গ্রহিতার দিনের পর দিন অপেক্ষা করতে হতো এবং দূর্ভাগ্যজনকভাবে অনেক সময় নথি খুঁজে বের করাও দূরহ হয়ে পড়তো। এখন সেই সেবা নির্দিষ্ট ডকুমেন্ট প্রদান করে অফিসে গেলেই মূহর্তে পাওয়া যাবে। যার কারণে ভূমি ব্যবস্থাপনাকে অাধুনিকরণ এবং সেবা প্রার্থীদের সেবার মানোন্নয়ন জনগণের সময় অপচয় রোধ এবং নির্দিষ্ট সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।