শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক পরিচিতি সভার আহবান করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
তিনি ইউএনও হিসেবে চকরিয়ায় যোগদানের পর থেকে সোমবার ৪ডিসেম্বর সকাল ১০টায় মুক্তিযোদ্ধাদের সাথে এ প্রথম বৈঠকে মিলিত হন।
উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান অনুষ্ঠিত পরিচিতি সভার সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ।
এসময় বীর মুক্তিযোদ্ধা কে.এম ছালাহউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কন্ট্রাক্টরসহ দেশ মাতৃকার টানে নিবেদিত বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।