শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বেলা ২টার দিকে এক অভিযান চালিয়ে সালেহ নূর গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কক্সবাজার শহরের মোহনভিলার মো. হোসেনের পুত্র তানভির হোসেন (২১), টেকনাফের খয়রাতির পাড়ার মো. হোসেনের পুত্র মো. ইউসুফ (২০) ও টেকনাফের হলবুনিয়া এলাকার মৃত নূরুল আলমের পুত্র মো. জাকির হোসেন।
র্যাব কক্সবাাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সালেহ নূর গেস্ট হাউজে অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব কক্সবাজার ক্যাম্পের একটি দল। অভিযানে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীতে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, জব্দ করা ইয়াবা আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। আটক মাদক ব্যবসায়ীদের কক্সবাজার থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।