প্রেস বিজ্ঞপ্তি:

গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও উপ-প্রচার সম্পাদক এম. এ মনজুরের পরিচালনায় সন্ধ্যা ৬ ঘটিকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে এডঃ সিরাজুল মোস্তফা বলেন শেখ হাসিনার হাতে গণতন্ত্র অক্ষুন্ন থাকবে, ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আর স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ এর ১৫ আগষ্ট এর কালো রাতে জাতির পিতা সহ স্ব-পরিবারকে হত্যা করে বাঙ্গালি জাতির উপর এক কলঙ্খজনক ইতিহাস রচনা করে, ১৯৭৫ পরবর্তী স্বাধীনতা বিরোধী চক্র গণতন্ত্রকে স্তব্দ করা এবং গুম, হত্যা, নির্যাতন সহ দেশী-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকে, আর সে সময়ে জাতির পিতার যোগ্য উত্তরসূরী সময়ের প্রয়োজনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাঙ্গালি জাতির গণতন্ত্র পুনঃরুদ্ধার ও সোনার বাংলা গড়ার স্বপ্নে দীর্ঘ লড়াই সংগ্রাম অব্যাহত রাখে। ভুলে গেলে চলবে না স্বাধীনতা বিরোধী চক্র আজও দেশ বিরোধী ষড়যন্ত্র, গণতন্ত্র অবরুদ্ধ সহ বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন, শহীদ দৌলত সহ যারা বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করেছিল তাদেরকে জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ রাখবে। আজ জাতির পিতার যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলার কৃষক, শ্রমিক জনতা দেশের গণতন্ত্র অক্ষুন্ন রেখে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ঐক্যবদ্ধ। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, বিজয়ের মাসের এই মুক্তি দিবসের আলোচনা সভায়।

বক্তব্য রাখেন-এড. আমজাদ হোসেন, এড. ফরিদুল ইসলাম চৌধুরী, রেজাউল করিম, এড. রনজিত দাশ, আবু তাহের আজাদ, শহর আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি নজিবুল ইসলাম, শহর আওয়ামী লীগ নেতা ডাঃ পরিমল দাশ।

এই সময় আরও উপস্থিত ছিলেন এড. বদিউল আলম, এড. ফরিদুল আলম, অধ্যাপক চন্দন শর্মা, ইউনুছ বাঙ্গালি, কাজী মোস্তাক আহমদ শামীম, হেলাল উদ্দিন কবির, ডাঃ নুরুল আবছার, জি.এম.আবুল কাশেম, বদরুল হাসান মিলকী, যুব মহিলা লীগ সভানেত্রী আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহামিনা চৌধুরী লুনা। শহর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়–য়া, পরিমল কান্তি দাশ, মিজানুর রহমান, এ বি সিদ্দিক খোকন, দীপক দাশ, আমির উদ্দিন, গুরা মিয়া সিকদার, নুরুল আলম পেঠান, খোরশেদ আলম রুবেল, সাবেক ছাত্রনেতা বেন্টু দাশ প্রমুখ।