হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
‘কক্সবাজারের সমাজ-মানবাধিকারের সমাজ’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে টেকনাফে আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার দিবস পালিত হয়েছে। কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের যৌথ আয়োজনে ও একলাব, শেড, কোস্ট ট্রাস্টের সহযোগীতায় টেকনাফে আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার দিবস পালিত হয়।

জানা যায়, দিবসটি পালন উপলক্ষ্যে ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে ও রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মকবুল আহমদ, রেডিও নাফের অনুষ্টান প্রযোজক হারুন রশিদ।

বক্তব্য রাখেন, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, জালালাবাদ ফাউন্ডেশনের জিএম। সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।